ফুঁটিয়া উঠিল কলি
নব বনে; কৃষ্ণ আঁধার হতে,
চোক্ষ, ফুঁটিল তাহার পুষ্প মালঞ্চে
অন্ধ হতে,চোক্ষ ফুঁটিলে
ভুলিয়া যায় অন্ধকার।
নতুন হাতের সন্ধান পাইলে
ভুলিয়া যায়, পূর্বেকার।
জগৎ বুঝি এমনই মহিমা
বিলীয়ে দেয় প্রতিদান।
পূজ্য যাহা,পূজার ফুল
সকলেই তাহা নিতে চায়
কেউ নেয় তা মনের হরষে
কেউ বা নেয় পূর্ণ্যতায়।