অন্ত মহলে শতফুলের চাষ,
রোপন করিয়া বেঁড়ায় বহুজনে।
কেউ নেয় চোখ বুঝিয়া,
কেউ নেয় মনের হরষে।
কেউ চলে কতক সময় নিয়া,
আমি চলি তার বহুদূর দিয়া।


এক মন বিলীয়ে দেই,
বহু জনের কাছে।
ফিরিয়ে নেই কিছুকালের,
কিছু নষ্ট সময়ের কাছে।
আমি ফুল শত মন রাঙাই,
রঙ লাগে দুটি মনের,
কিছু অজানা পথ পাড়ি দেয়,
আবার স্মৃতি বুকে নিয়া।


যাকে দেখি বিলীয়ে দেই,
আমার মনের হরষ,
ভাবি তাহার চেয়ে বড় কিছু,
আছে অন্য জনের মাঝে।