জন্মেছি, মৃত্যুর তরে
মাঝখানে চরণভূমি ক্ষনেক্ষনে
চোখ মেলে তাঁকাইয়া দেখি স্বপ্ন বিভোর
কি করি সময় যে ফুরায় রণে রণে


আসিয়াছি কি করিতে ভূলে যাই মোহে
সত্য ভূলিয়া চলি অসত্যের টানে
পিছু টান মোদের সংসার জগৎ
প্রভু ডাকিয়া বলে অরে অবোধ।


ভুলিয়া মোর কর্ম অবহেলার তরে
সংসার করিবি তয় কি বাঁধা।
কিছু সময় ডাক মোরে তয় কি হয়
জগৎ যে সুন্দর আমি তয় রয়।


দিয়েছি সব উজাড় করিয়া তোদের মাঝে
সাঁজিয়ে নে সব জীবন সাঁয়ে
ডাক আসিলে ফিরবি কি তয়
আমার সন্ন্যিকটে।