সুমনার নীল কুঠির


ভালোবাসা হৃদয়ে, বেঁচে থাকুক চিরকাল।।
হোক না সে অচেনা কোনো হৃদয়,
দূরে কিংবা আরও দূরে, বহুদূরের;
তবু সে আছে অনন্ত কালে হৃদয় কুঠিরে।


অন্ধনিশি বনে কে এলো আলো নিয়ে,
সে কি অপ্সরী নাকি ধ্রুপদী নীলাভ্রা জলের পরী;
তবু সে কুঠির ছূঁয়ে কাঁদে মরু বনে।
অন্তর তার তাঁরায় তাঁরায় ফুঁটে বনমালিনী,
নেই জাত হিংসা; আছে মায়া মমতার ছূঁয়া
এমন বাল্মীকির হৃদয় পূর্ণ জাগরণ ধরাটে।


তপস্বী, পূজ্য এমন হৃদয় যার,
ভুলিতে নাহিকো তারে তপস্বীর পায়
জগত মহামাতা পূজ্য রয় মমনে;
কা্ন্ডারি কমল নয়নে তপস্বীর তরে।


সে পূর্ণ কমলঃকান্তি দৈন্য নেহি আলোর পিয়াসী,
হিংসুটে নেহিগো সে সরলতম সম হৃদয় বাণে;
এমন জাত সংসারে সৃজিল কে?
শয়ন সৃষ্টি যানে।
কুঠির - কুঠিরে মিনার- মিনারে হৃদয়ে,
ফুঁটিলো সে পদ্মফুলে নিরব জলে;
সুমনার নীল কুঠিরে।।