তোমার রোদ্দে


দিঘীতে আজ জল পদ্ম ফুঁটেছে,
কিছু বৃষ্টির আনাগোনা; তুমি চাইতে তাই,
ভরা যৌবন আজ পদ্মপাতায় খেলছে পবণের সাথে; জল তরঙ্গে।
সকালের স্নিগ্ধ মৃদু সূর্য্যকিরণ সাথে রুপালী হাওয়; তোমার আমার দেখা,
শিশিরের সাথে ;--ঘাসে --সবুজ মাদুরে।
কিছু পাণকৌড়ি আজ নেমেছে দীঘির জলে;ভরা যৌবনে তোমার স্পর্শেন্দ্রিয়তায়।
ছুঁবে বলে তোমার দেহ হতে- দেহে;নিবিড় আলিঙ্গে, চুপি চুপি।
হে মাধুবী! তোমার বুকের উপর আমার একটি রাত; নির্ঘুম অলস।
শ্রাবণের ধারায় ধূয়ে যায় তোমার সব ক্লান্তি;দেহ হতে- দেহে,মলিণ সব।
দুই নয়ন চাহে তোমার তরে, জল তরঙ্গে - ভরা পূর্ণিমায় -তোমার যৌবনে।
সারা দিন কেঁটে যায় তোমার গন্ধে- ভরা জলে, ভেঁসে -ভেঁসে;