আমি যদি হতাম মহৎ
কর্ম করতাম সব বৃহৎ বৃহৎ
ছড়িয়ে যেতাম উচ্চ শিরে কর্মে কর্মে সারা জগৎ।


আমি যদি নজরুল হতাম,
ভদ্র শক্ত কথায় কাপিয়ে দিতাম অন্যায়।
যেখানে থাকতো না মোর শাস্তির ভয়
রটিয়ে দিতাম মুখে মুখে নির্যাতিতার অভিপ্রায়।


আমি যদি রবিদ্র হতাম,
প্রেমের গানে ছড়িয়ে দিতাম বিস্ময়।
প্রেমহীন যে আসতো ধরায় করে দিতাম এক ঘরে
জনশূন্য স্থানেও চলতো না কেউ ভয়ে ডরে ।


আমি যদি জীবনানন্দ হতাম,
বাংলার রূপের মুগ্ধতা ছাড়িয়ে দিতাম,
কোন বিদেশীর চোখ রাঙিয়ে দিতাম,
শস্য,হংস আর শরতের চিত্রে পল্লী আকতাম।


হতাম যদি বেগম রোকেয়া,
প্রথিকৃত হতাম নারী অগ্রযাত্রার,
সমাজের সব উচ্চ স্থানে প্রসারিতাম নারী মাত্রা
সুশিক্ষায় দীক্ষিত হয়ে আনতো নব-যাত্রা।


হতাম যদি মাদার তেরেসা,
মনবতার সেবায় কাটিয়ে দিতাম বাকি জীবনটা।
ক্ষুধার্ত কে কোলে তুলে বক্ষ জুড়িয়ে নিতাম পরম যত্নে।