দেখিনি তো কোন গায়,যে তোমার মতন করে চায়,
অক্ষিতে লইয়া মায়া,ভুলিয়ে দেয় বিষাদের যতো ছায়া।


ও মৃদু রক্ত রাঙা ওষ্ঠের হাসি
আর কৃষ্ণ কুঞ্জন অবয়বে ঢাকা
চঞ্চল দুটি আঁখি।
যেন দাখিল করলো এক নয়া ভুবনে,
যাকে বলে ভালোবাসা-বাসি।


একি অপরূপ কায়া গো তোমার,
যেন চন্দ্র হইতে রূপ ছিঁড়িয়া
একাংশ গড়িয়েছে বিধাতা তাহার।


ঐ দেখ পক্ষিকুল কুঞ্জনায় করতে বিজ্ঞাপন
কতো সুন্দর করিয়া অক্ষয় তোমারে
করিয়াছে সৃজন ।


ওগো নন্দিনী শুনেছ কি কভু,
নিজ কণ্ঠ বাণী?
জানি নাকো তা শুনায়িব কিসে,
তবে শুনেছ নিশ্চয়
গ্রাম্য রাখালিয়া বাঁশি।


শরতের ঐ ধবল মেঘ খন্ড
ডাকিয়া ডাকিয়া কয়,
আমারে শ্বেতে বিশুদ্ধ করিলেও
তোমার দন্তের মতন নয়।