বৃষ্টি পড়ছে চালুনি ছেকে,
আকাশটাও আছে ভারী বর্ষণে ঢেকে।
শরৎ মেঘে যেন লেগেছে বিরহ,
আজিকের এই ঝুম আষাঢ়ে।


একি অপরূপ দেখছি ছবি!
চারিপাশ ভেজা ঝুম বাদলে,
কুমড়ো ফুলের হলদে রংগে ,
পানি জমেছে মিশ্রি বর্ণে।


ঐ কাদা ছাতা মাথায় কে যায় বাটে,
এই অপরিচিতার রূপ যেন চির চেনা লাগে।
খালি পায়ে টিপে টিপে যায় একেলা,
বারেক তাকায় ফিরে দেখিতে ভিলা।


কালো মেঘের বলিষ্ঠ ঘর্ষনে,
বজ্র বাজিছে ক্ষণে ক্ষণে।
আকাশ চিরে চুয়ে পড়ছে নূর,
বাদলের এই রূপ, আবেশে আকুল।


মোরগ গুলো দেখ কুকরিয়ে গেছে বানে,
ঝিম মেরে আছে তারা উঠোনের কোণে।
নিরব রয় খেচর-কূল নিজ নিবাসে,
পাখির গুঞ্জন আসে বৃষ্টিরও শেষে।


পুঁই শাকের আগায় চিহ্ন এঁকেছে বাদল,
ফোঁটায় ফোঁটায় পড়ছে পানি করিতে শীতল।
পানির এই মহা উৎসবে ভিজেছে যা আছে সবে,
ব্যাঙ খেলছে পানির সাথে ঘ্যাগু ঘ্যাগু সুর তুলে।