অতি চঞ্চল রূপ দেখিয়া
আর কথার ভাজের সাজ দেখিয়া,
গিয়ে ছিলাম বেহুস হইয়া।


এসেছিলাম তব ডোরে;
তুমিও তা রেখেছিলে উদলায়ে,
করেছিলে বরণ মোরে যতনে স্বযত্নে।


লইয়া প্রাণ-তৃষ্ণা জ্বালা
বাসনায় যবে যায় বক্ষ ফাটিয়া,
ছাড়িয়া গেলা আলগা করিয়া হেথা একেলা।


দিবা-রজনী যায় বহিয়া
পড়িয়া রয় ঠায় বসিয়া,
মোর তব হিয়া।


ব্যাকুলতার প্রহর যেন বারে ক্ষণে ক্ষণে
কাহাতে পাইবো তোমা ওরূপ
অবিকল অবিরূপে।


ফিরিয়া এসো সখা আমার
পূর্ণ করো স্বাদ,
অপূর্ণ হবে ভুবন আমার
যদি না পাই শেষ দৃষ্টিপাত।


১লা জুলাই,২০২১
মনোহরা,পিতৃ নিবাস
প্রেক্ষাপট:
প্রেমিকের প্রতি প্রেমিকার বিরহের গভীর আবেগ।