তপোবনে সদা আঁকি রেখা,
ভুলিয়া যাই যেন মনের যত পঙ্কিলতা,
বিষাদে নয়,ত্যাগেই যেন আসে সেই পূর্ণতা।


হে পরওয়ার-দেগার,
বিচূর্ণ করো মোদের এই পার্থিব আসর,
জরা জীর্ণতাকে করে দাও মুক্তি;
ঘনিয়ে আসার আগে ওই নিরালা কবর।


কতো বিপথগামী পেয়েছে আলোর দিশা;
ওমর কে দিয়েছো ভাতির পূর্ণ শুশ্রূষা,
অধম আমি করছি সদা পাপকে পরিভ্রমণ;
ভুলেছি সে পথ যে পথে চলেছে পাক-পবিত্র গণ।


তোমার সরূপ ছড়িয়ে রয়েছে মহাবিশ্ব তলে,
তবুও কিভাবে করছি ভণিতা,
ভুলিয়া রয়েছি তারে।


পায়রার ডাকে দিয়েছো ঢেলে তোমার কমলতা,
সিংহ পেয়েছে তোমার ছায়া প্রলয় হিংস্রতা।
তোমাকেই তুমি সাজিয়ে রেখেছো বিশ্বব্রহ্মাণ্ডে,
নির্মলা যতো প্রকৃতির মাঝে তোমারই রূপ বাজে।


হে রহিম রহমান,
সরল পথে পরিচালিত করো;
যে পথে চলেছেন সকল নবী,পয়গম্বরগণ।



২৯ সেপ্টেম্বর ২০২১ ইং
বুধবার,সকাল ৮.৩০ মিনিট
সাচ্চু ভাইয়ের মেস,সিরাজগঞ্জ