রিক্ত পিন্ড যায় গো ভরিয়া;
আসে যখন অক্ষির মটোক বুজিয়া,
তখন কেবলই দেখি শ্যামা কেশ বেষ্টিত;
যুগল নয়নের জ্বলজ্বলে উজ্জ্বল প্রদীপ।


তব লোচনে দেখেছি রবির কিরণ;
চন্দ্র হেরিতেই লেগে যায় কাল-গ্রহণ,
অতি চমৎকার দেখিয়া মায়াবী লোচন;
তৃষ্ণা পায় ধরার কূলে জাগে প্রেমাকর্ষণ।


মাথার ওই  কেশের ছটা;
দেখতে যেন পাহাড়ি সব গুল্ম-লতা,
কপোলের ওই আলতা বর্ণে;
বইয়ে নামে শোভা বর্ধনে।


গোলাপের পাপড়ি দেখিয়া ভাবী,
কিসে যেন দেখেছি এরূপ ছবি;
উঠিলো মন সহসা জিল্কিয়া,
তব ওষ্ঠ-অধরের ছাপ মারিয়া;
গড়েছেন বিধি পুষ্পরাশি।


চিরোল দাতের হাসির অংশ;
পেয়েছে ওই সাদা প্রথম হিমাংশু,
তোমার মতই অবিকলে ;
হেসে যায় প্রতি আরবী মাসে।