একমুঠো রোদ লুকিয়ে রেখেছিলাম
জোছনা হয়ে চুঁইয়ে গেছে ধীরে
শক্ত মুঠোয় যে হাত ধরেছিলাম
কেমন করে হঠাৎ কখন হারিয়ে গেছে ভিড়ে ।


যে রোদ ছিল সবুজ পাতায় মাখা
যে রোদ ছিল স্বপ্নে আমার তোমার মুখে আঁকা
নিঠুর আঁধার যখন আকাশ ভরা
সেইটুকু রোদ জ্যোৎস্না হয়ে আমার চোখে ঝরা ।


একমুঠো রোদ স্বপ্ন হয়ে বাঁচে
যেই স্বপনে অমানিশার ঘোর
সেই কালোতে চাঁদ আলোকে যেমন দেখায় ভোর
তোমার স্মৃতির আগুন ভিজে সেই জোছনার আঁচে ।।