অন্তিমে


অতীশ মুখার্জ্জী


একটুখানি চেয়ে দেখি রোদে মাখা সবুজ পাতা
দিনান্তের অন্ধকারে কেমন করে অদৃশ্য হয় ;
কেমন করে রঙে ভরা জাগতিক এই খোলা খাতা
অস্তাচলে যখন রবি কি মন্ত্রে তা বন্ধ হয় ।


মৃতাকাশে শিমুল তুলো, ছন্দগুলো উড়তে থাকে...
পুড়তে থাকে শুকনো পাতা আগুন আলোর দৃষ্টিতে ;
দৃষ্ট তুলো সরিয়ে আঁধার শ্বেতবর্ণ আলোক মাখে ...
একটি জ্বেলে প্রদীপ শিখা কবি মাতেন সৃষ্টিতে ।


নদী , পাখি , সুরের বাতাস... ক্রমেই চলে দূরের দিকে ;
যেমন তুলো হাওয়ার পাখায় দূরের আকাশ পথে ওড়ে...
যেমন খাতার পোড়া ধোঁয়া আঁধার মাখায় পাখিটিকে...
প্রদীপ যখন যাচ্ছে নিভে শব্দেরা শেষ আলোয় পোড়ে ।