মুক্তির খোঁজে
            ------------
  হাজার বছর নয়
  কয়েক হাজার কোটি বছর
  তোমায় খুঁজেছি আমি
  ছায়াপথ থেকে ছায়াপথে
  পন্ডিতেরা বলেন
তোমার কাছে যেতে হলে
সোজা পথে যেতে হবে
ঈশ্বরকণা সৃষ্টি করে তুমি
সৃজন করেছ প্রবল ভর
সেই ভর তোমারই সৃষ্ট স্থান কাল
বাঁকিয়ে দিচ্ছে~দুমড়ে মুচড়ে দিচ্ছে
সহজ পথে যাব কি করে
ভর আক্রান্ত ভারাক্রান্ত জীব
দুমড়ে মুচড়ে দিচ্ছে আমায়
তোমার বিপুল ভর~যার থেকে
নিস্তার নেই ফোটন কণাদেরও
বেঁকে যাচ্ছি আমি
তোমার স্থানকালের বক্রতায়
ভর কমাও আমার~আরো কমাও
ফোটন নয়~নিউট্রিনো হব আমি
হাজার কোটি বছরের পথ চলা
ভর কমাচ্ছে~ভার কমাচ্ছে
একদিন নিউট্রিনো হয়ে যাব ঠিক
কোটি কোটি বছরের আঁধার পেরিয়ে
নিমেষে খুঁজে নেব তোমায়
নীরন্ধ্র আঁধার ঘরে
প্রদীপের চকিত শিখার আলোকে||
   -------
   ------