প্রতিদিন ছিন্ন হই... নিজেকে টুকরো করি,
টুকরো আসক্তিতে অবিরত নিজেকে ভাঙি গড়ি।
টুকরো টুকরো রোদ আকাশের বুকে
টুকরো টুকরো সুখ ছবি আঁকে মুখে
টুকরো টুকরো মেঘে রোদ্দুর ভেঙে ভেঙে যায়
টুকরো টুকরো আশা উড়ে যায় বহতা হাওয়ায়।


এই যে এতগুলো ঘর নিয়ে আমাদের বাড়ি
এই যে রোদের মেলা ভেঙে যায় বড়ো তাড়াতাড়ি।
বিজলি আলোর নীচে কতটুকু সুখ মেলে বলো?
চলো না সূর্যের নীচে বসি... আমার সঙ্গে তুমি চলো।
যদি ভাবো পুড়ে যাবো অবিরাম রোদ মেখে গায়
একটা অবিচ্ছিন্ন রোদঘর আমার জন্য তবে চায়।
কোনোদিন আর কিছু চাইবোনা সেই ঘর পেলে
যাক না যখন খুশি সূর্যটা ভিজে যাক বৃষ্টির জলে ।।