একদা আবেগ আসিয়াছিল,
একরোখা ভুল,
একরোখা দায়িত্ব,
এর মাঝে ছোট্ট একটা বিজ্ঞাপন,
মনের দরজায়, আবেগের ঠুক ঠুকুন।


তুই তুমির মাঝখানে ,
আবার ফিরে আসা,
অতীতের ভুলে,
গতকালকে সামনে নিয়ে আসা,
ফের বিজ্ঞাপন, আবেগের ঠুক ঠুকুন।


বহুদিন কিছু লিখিনি,
কৃষ্ণ কলি ছিলনা তাই।
বহুদিন কাদঁতো মন,
বুঝিনি কার অপেক্ষায়।


তারপর ,
আপনি তুমির মাঝখানে,
একরোখা ভুলের দাড়িয়ে থাকা,
তখনো একা আর এখনো একা। .....


কীরে ভাল আছিশ,
ফেরতো চলে যাবি,
এটাই জীবন,
আবেগের ঠুক ঠুকুন। ......