একটু আলো লাগবে আমার,
যে রকম আলো হলে,
নিশ্চিন্তে নিশি কেটে যাবে।
যে রকম আলো হলে,
সারাদিন পরিশ্রম করার পরও
একটুও পরিশ্রান্ত হব না।
যে রকম আলো হলে,
বলব, এইতো আসছি,
আর কিছুক্ষণ পরে।


তারপর, তারপর আবার কি,
অতঃপর বলতে পারি।


আদ্দি কাল থেকে এখন
আলোর উপস্থিতি।
অনুপস্থিতির অন্তরা, ব্যর্থতা ভুলে,
খোঁজে আপন ভুবন।
ভু, ভবিষ্যৎ, ভু প্রবৃত্তি।


তারপর, তারপর আবার কি?
অতঃপর বলতে পারি।


আচ্ছা,
আলোর আবাস নিবাস কোথায়?


কেউ বলে,
আলো তোমার বাঁ পাঁজরে,
দু চোখ বুজে, অবুঝ সাজে, মন আঁধারে।
মন আঁধারির আরস আসরে।


কেউ বলে,
আলো খুঁজো নাকো,
নাক বরাবর আলো থাকে, ভালবাসার মত।


কেউ বলে,
পেছন ফিরে দেখ,
ছায়া ভীরে, আলো চিড়ে,
তুমি সামনে এগিয়েছো।


কেউ রা,
আরো অনেক কিছু বলে,
লাখ ছাড়িয়ে, লাং হারিয়ে,
কেউ রা, কেওড়া কোটির দলে।


আমি বলি আলো,
তোমার আমার, আমার তোমার,
তুই তোকারি না রে।
আলো আসে প্রয়োজনে,
ভালোবাসার টানে, ভাল থাকার গানে,
অপেক্ষা অভিমানে।


তারপর আর কি বলব,
তারপর আবার কি?
অতঃপর বলতে পারি।


অতঃপর আলো কই গেলি?
আমি তো এখন ভালবাসতে জানি।
আয় না, একটু কাছে আয়,
আমার,
আলো অভিমানী।