আত্মসমালোচনা


আমার কিছু বন্ধু ,প্রতিবেশি ,সহকর্মী  আমাকে বলে ,...
দেখ ঐ লোকটা আজকে সফল,
যার এক সময় কিছু ছিল না ,
আজ সে কত সম্পদের মালিক!


আমার কাছে সফলতার সংঙ্গাটা একটু ভিন্ন,


দিনের শুরুতে মা বলে ,ওঠ ,
নামাজ পরবি না,?
আলসেমি ঘেরা ইচ্ছে সুর ,
তারপর আড়মোড়া ভেঙে জেগে ওঠা,
এটা আমার সফলতা।


বাবা নেই ,
দু সন্তানের অভিভাবক আজ,
কি প্রশান্তি...........
বলতে পারি ,সবাই খেয়েছে কি?


কখনো এক গ্লাস পানি ,
আর বুক ভরা নি:শ্বাস
আলহামদুলিল্লাহ্ ভাল আছি।


প্রতিবেদনে , প্রতিদিন, প্রতিবন্ধকতা,
এটা আমার সফলতা।


অনেক সম্পদ ,
নমরুদ ফেরাউনের দাপট,
আর ইচ্ছে খুশি আনলিমিটেড...,
সব আছে সব পারির বিড়ম্বনা ,
আমি চাই না।


দিনশেষে স্বপ্ন ..............
এক হাজার পরিবার রুটি রুজির উছিলা,
এই আমি একমাত্র।


কত দেখছির ফোঁরনকাটা
আমি বদলাইনা।
বলদা বদলায়না।


কি করব আমার ভাল লাগে ,
টলমল চোখে কিছু করতে পারা,
একা পথ ,
পথটা বহুদূরের ,তবুও হেঁটে যাওয়া,
তারপর একদিন ক্লান্ত হয়ে চলে যাব।


তবুও এটাই আমার সফলতা।


০৬/০৯/১৯