একা ভালো থাকা,
ভাল আছি।
একা বেঁচে থাকা,
বেঁচে আছি।
এখন,
একার চাই  পদবী।
"আমি একাকী"।


জোসনারাও এখন একা থাকে,
আমার আকাশ মেঘলা দেখে।
অমাবস্যার শেষ রজনী, কেউ দেখেনি।
ঝিঁ ঝিঁ পোকাগুলো, আসবে কী?


এখন ভুল করি ইচ্ছে করে,
অন্যায়!  কে বলেছে?
বিবেকের নেই বসতবাড়ি।
অমাবস্যা, সকাল দেখেছে কী?


তওবা কারী জান্নাতি, অনেক শুনেছি।
জুম্মার দিনে পবিত্র হই, বিবেকও আসে,
দেখে যায় শুকনো মাটি।


ওরে মন, আয় একটু কাঁদি।
ওরে মন, ব্যস্ত সন্ধ্যায় কোথায় যাবি?
ওরে মন, তোরও সন্ধ্যা আসবে।
ওরে মন,ফিরে আয়।
বিবেক এখনো ঘুমোয়নি।


স্বপ্ন দেখ আবার।
ভুলে যা অন্ধকার।
তুলে নে, সেই পেন্সিল কাটার।
সন্ধ্যা নামবে আবার, সন্ধ্যা ব্যস্ততার।
কেঁদে নে, করে নে চিৎকার,
একাকী পথ চলার।


হারাব!
কী আছে আমার?


বদলাবো পৃথিবী,
আমি একাকী, এক জনই।
থাকবে পদবী আমার,
"আমি একাকী"।