মনের তল খুঁইজা পাইতাম যদি ,
ভালবাসার কি হারাইতো ,দেখতাম নিরবধি ।
স্বভাব শকুনি কাঁনা ,আচরণ আজাদি ,
অভাবি বিবেক কান্দে, আপন পর বিবাদী।


শান বেহানে দুনিয়াদারী, আপনে মরব্যাধি ,
পরশি পরে ফোরন কাটে, এইডা পাপের আবাদী।
আমার কথা কে শোনে ভাই, তবুও বলি সাদি,
চরকি টানে ,চরকি সুরে ,তুমি আমি মুদি।


তবুও মনের টানে মানুষ হাযি,
ঘুইড়া ফিরা কুল কিনা়ড়ী বেদি,
আহা ,মনের তল খুঁইজা পাইতাম যদি।।।