অনেকতো দেখেছি, অনেকতো দেখলাম।
প্রচলিত বাণী, কী শিখলাম?
এরিয়েতো যাব, এরিয়েতো যাই ।
বিবেকের প্রশ্নে ,ধোঁয়া উড়াই।


একা একা পথ চলার,
অসহায়ত্বতা, আর নির্ভীক ভাবনা,
এগিয়েতো যাব, শুধু মাঝখানে,
অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাব না।


কিরে বন্ধু ভয় পেলি?
সত্যি আমি কাঁদছি না।
হয়েছি অন্ধকার,
অন্ধকার কাঁদে না।


বেঁচে থাকার অভিপ্রায়ে ,
কাল আবার দেখা হবে।
ভাবিশ না, আমি আছি,
আমি থাকব তোর পাশে।


ধুর বাদ দে, আবেগী সবুজের,
অবুঝ সত্যায়িত ঘ্যান ঘ্যান,।


সিগারেটটাতো আর জানে না,
কেন পুড়ছে সে, আদুরী অভ্যাসে, ।
অতুল প্রসাদ সেন।