একটা সময় ছিল ,নিজেকে খুব ,
খুব করে লুকিয়ে রাখতাম ।
সময়ের অন্তরালে ভাবতাম ,
একদিন সবকিছু ঠিক হয়ে যাবে ।
সবকিছু ঠিক হয়েছে কিনা বুঝতে পারছিনা । সবকিছু ঠিক হওয়ার বেড়াজালে
মনে হচ্ছে সবকিছু হারিয়ে ফেলেছি ।
নিজের সাথে নিজে কথা বলে ,
বুঝলাম আমি অনেক বেশি ভাল থাকার অভিনয় করে ফেলেছি ।
শৈশব থেকে এখন খুব কি ভাল অভিনয় করেছি ।


আমি আমাকে বুঝতে পারি না ।
হয়তো এইটাই  আমার সমস্যা।  
যখন সিদ্ধান্ত নিলাম আর অভিনয় করব না।
আমি যা আছি সেরকমই থাকব।
তখন দেখলাম সবার কাছে কেমন যেন সস্তা হয়ে যাচ্ছি ,
চাইলেই যা কিছু করা যায় এমন একটা পরিস্হিতির সম্মুখীন হয়ে যাচ্ছি ।
আমি সবার কাছে খোলা বই হতে চেয়েছিলাম । খোলা বই হতে গিয়ে ,
বড় রাস্তার মোড়ের বড় বিলবোর্ড হয়ে গেছি।
বড় বড় বিজ্ঞাপন বড় চিন্তা ।
দেখে সবাই ,শোনে সবাই , বোঝে সবাই ,
মনে রাখে সবাই , প্রয়োজন পড়লেই ডাক পড়ে , প্রিয়জন কেউ হতে চায় না।
সবুজ অনেক সস্তা । ডাকলেই পাওয়া যায় ।


পৃথিবী তোমরা কি চাও তোমরা নিজেরাও জানো না ।
আমি আবার আগের মত হতে চাই না ।
মনে রেখ যদি আবার আগের মত হয়ে যাই । তাহলে তোমরা হারাবে একটা খোলা বই ,
যা ছিল অনেক আপন ।
আর আমি হারাব আমার অস্তিত্ত্ব।