এখন আর কেউ বলে না,
আমি কেমন আছি।


ভোরের শান্ত নিঃশ্বাসে,
বিকেল প্রশ্বাস ছারে, ।
চাঁদের আলো থেকে বাঁচতে,
জেগে ঘুমিয়ে থাকি।


চিরদিনের গল্প গুলো বলা হয় না ,
পৃথিবীর মাঝে ছোট্ট আরেক পৃথিবী,
শৈশবে কেউ বলেনি।


চঞ্চল সময় পেরিয়ে,
মধ্য দুপুরে দাড়িয়ে,
ছোট্ট সেই পৃথিবী বলে,
বড় হয়ে গেছি।


দিন শেষে ছোট্ট পৃথিবী
মুখ চেয়ে থাকে।
মেঘের গর্জনে মুচকি হাসি,
ভাগ্যিস স্বপ্ন ভাঙার কান্না গুলি,
কেউ দেখেনি।


আফসোসে ঘেন্না লাগে,
আফসোসে বোকামি ।
এই ছোট্ট পৃথিবীর,
বড় ছেলে যে আমি।........