দেখেছিলাম ছোট্ট বেলায় এক থালা চাঁদ,
অবাক চোখে চাঁদের থালায় খেয়েছি দুধ ভাত,
দুধে ভাতে ভয় ব্যাঘাতে  বড় হয়েছি হঠাৎ,
হঠাৎ করেই তুমি এলে , জোছনা ঝরা হাত ।


ঝরা হাতে ভোর কুড়াতে হেঁটেছি বহু রাত,
রাতের চোখে চোখাচুখি জোছনা প্রতিবাদ ।
জোছনা ছুঁয়ে নেই তুমি নেই জোছনার আঘাত,
আঘাত ছুঁয়ে ছুটে চলেছি  ছুটন্তও চাঁদ ।


একলা চাঁদ একলা আমি বন্ধু একাকার,
আমার হাতে ধোঁয়া উড়ে ,
বন্ধুর হাতে জোছনা ঝরে,
এই ঝরা পথে নেই ভয় নেই পথ হারাবার।


পথের বাঁকে  , তবুও হারিয়েছি পথ ,
বুকে নিকোটিনের স্বাদ।
নিকোটিনের স্বাদ বিস্বাদে ,খুঁজে ফিরি এখন
আমার এক থালা চাঁদ ।