মনের দোতারাটা এখন দোটানায় আছে।
একতারাটার তার ছিরেছে।
মনের তালে ,তিলে তিলে
টুং টাং গান বেঁধেছে।
হায়রে ভুলোমনা, মনের ভুলে,
ভুল করে বসে আছে।
একা একা বিরবিরানী,
শিহরনে শিরশিরানী,
কালীর জীবে দাঁত লেগেছে।
ভুল হয়েছে, কে বলেছে
মনের জং এ রং লেগেছে।
ঘুমু ঘুমু চুমু দিয়ে,
বলে দেনা, বেশ হয়েছে।
শবে কদর, ওরে আদর
ইবাদতে বাথ ধরেছে,
তাই বলে কী ঈদের নামাজ,
না পরে কেউ ফিরে আসে।
নিজের কথা এখন নিজেই বলি,
অকারণে কোলাকুলি।
একা একা পথচলা আর
বড় বড় ফোরনবুলি।