জীবন এক চলমান নদীর নাম ,
জোয়ার ভাঁটার দীর্ঘশ্বাস প্রশ্বাস খোঁজে,
খোঁজে আমি তুমি তোমরা সে সর্বনাম।


তারপর, আশাকে আঁকড়ে ধরে ,
বাসা বুনে,বাসা বুনে চরকা কাটে।
কেউ বরশি বাঁধে ,
কালের কলের কল কাঠি নাড়ে ।
কাল আগামী আসবে ফিরে।
অপেক্ষা আর অপেক্ষা ,অপেক্ষা অভিমান ।
জীবন এক চলমান নদীর নাম।


জীবন নদীর বান বাতাসে ,
মন মাঝির নৌকা ভাঁসে,
ভরদুপুরে এক খিলি পান মুচকি হাসে,
সেকি জানে? কাল আগামী আসছে,
কাল আগামী শুধুই আসে ।
আহ মন মাঝি যদি জানতে।


আমরাতো কত কিছু জানি
যেমন কাল আগামী আসে না ।
জীবন নদীর কোন তীর নেই।
জীবন এক চলমান নদীর নাম।
যেখানে আছে শুধু ,এক টুকরো অনুভূতি
প্রতিশ্রুতি আর ভয় বদনাম।
জীবন সর্বনাম ।।