হিসেবের খাতায় ,বেহিসেবি আমি,
এগুতে এগুতে ঘুঁজি, আবেগ বিবেক স্কেল ।
হয়েছে কতটা ভুল কতটা বোকামি,
এইটুকুই,,, এই আরকি।।


যাত্রা পথের যাত্রী,
কত নাম, সর্বনাম, কত পদবী, ।
বেলা শেষে আপ আপোষে, আবেশ বিদ্বেষী,
সবকিছু ঠিক হয়ে যাবে কাল।
সম্পর্কের দোটানা আর অভাবী ইচ্ছের সালামী,
স্বার্থতো থাকবেই, বড় হতে হবে যে,
শুধু কতটুকু বড় হব, জানিনা  ।
বললাম না, বেহিসেবি হিসেব আমার,
এইটুকুই এই আরকি।


পথ প্যাচালী লিখছি,
কেউ হয়তো পড়ছেন,
সান্ত্বনা এইটুকুই,, এই আরকি ।


অনেক কাজ রয়ে গেছে বাকি  ,
বেহিসেবির হিসেবি খাতাটায় কাটাকুটি
জানি আরও হবে ভুল, হবে বোকামি  ,
জীবনাঙ্কে কাঁচা যে আমি।
তবুও করব, করতে হবে,
একাই, একাকী।


12/10/2018