আগাছার ডাল বেঁয়ে পিঁপড়ার
হাঁটি হাঁটি পা পা ।
মাকড়সার ডানে বাঁয়ে এদিক সেদিক কত খাবার,
চুপচাপ তবু বেড়ে ওঠে আগাছা ।


নিয়ম কানুন কথা বলে ,
কখনো শিরোনামে কখনো পরিচয়ে ,
কখনো নির্বিকার হেঁটে যাওয়া পিঁপড়ার ,
হাঁটি হাঁটি পা পা ।


আচরন বিচরন কি আবার ,
দিন শেষে টাকার কুমির টাকা গুনে , এক তরফা ।
মাকড়সার আট পায়ে আটকে যায় সময় সাঁতার ,।
তারপর সব সাজানো সাধারণ ,
পিঁপড়া মাকড়সা সমিকরণ ,
মানবসমাজ বলে এটাই বেঁচে থাকা।


মাঝখানে ,
চুপচাপ বেড়ে ওঠে আগাছা ।


২৯/৯/২০১৯