সুদিনরে  খুঁজি,
হাঁটাহাটি তাই।
কৃষ্ণচূড়ার, আগুনঝরা রুপে,
ভুল খুঁজে বেড়াই।
ফাল্গুনীর যৌবনে ,চৈত্রের দাবানলে,
পথের সাথী হয়ে কেউ আসে নাই।


জীবন বহনে, জীবন বাহনে,
সুদিনের খোঁজে আজও একাই।।।


ক্ষুধারও এক পৃথিবী আছে,
সুদিনের স্বপ্ন সেখানে,
সর্বনাম কোন একদিন।
কী দারুণ যাচ্ছেতাই  !!!!


বর্ষার শেষে সেই বসন্ততত আসে,
ধারাবাহিক সুদিনের খোঁজে, ।
ক্ষুধার পৃথিবী কী বোঝে ?


কতদিন কৃষ্ণচূড়া ফুল দেখি নাই। .........


সুদিনরে বলি, কিরে আর কতদূর,
ক্ষুধার পৃথিবী বলে,
আমি এখনো মরি নাই। ..........