আর কতটা হারাবো,
হারানো সুর সাজাবো।
আর কতটা হারাবো
হারানো ক্ষত কুড়াব।।


কুড়ে কুড়ে যাচ্ছে মন ,
মনে ব্যথা যখন তখন,
ঘুরে ঘুরে ভাবছি ভন,
ভবঘুরে ভাবনা বারন।
তাই পেছনেও তাকাই না ,
সামনেও যাই না ।
বলেছিলে ,আমি আসব,
ভোর বাতাসে স্বপ্ন ছড়াব।।


এসেছিলে কিনা জানিনা,
ব্যস্ত শহরে ঠিক থায় দাড়িয়ে থাকা যায় না।
আসবে না তাও মানিনা ,
যদি মৃত্যু আসে , তবে কেন তুমি আসবে না।
নাকি শহরের ফ্লাইওভারে পথ হারিয়েছ।
লোকেশন ট্র্যাক করো , আমি কোথায় লুকাবো।।


এখন আমার ভোর হয় দুপুরে,
দুপুর হারায়,আফসোসে আহা রে,
সন্ধ্যাটা শান্তি কুড়োয়, কালো ঠোঁট উহুরে,
রাতের রঙ সং সাজে , সাদা রঙের পুকুরে।
আবার ভোর হয় , ভীর হয় , ব্যস্ত ভীর বাজারে।


কেন বলেছিলে আমি আসব ,
আসব অপেক্ষায় ,আমি আর কত হারাবো।
হারানোর ক্লান্তি কুড়াব , বাড়াবো।
Lost Responsibilities লিখবো।