তোরে ধরতে চাই, ব্যস্ততার বারণে,
তোরে ছুঁতে চাই, কারন অকারণে,
তোরে দেখতে চাই, আষাঢ় শ্রাবণে।।


শ্রাবণ ছোঁয়ার,অন্ধকার,
আপন আশা , আলো ছায়ার,
ছায়া চুল, ছুঁত ভুল, ভালবাসার।
আহা শ্রাবণ ছোঁয়া, বারবার ছুঁতে চাওয়া
চাওয়া মেঘ, বাড়ছে বেগ, তোর বারণে।।


বারণ তোর কি হলো
বলো একবার বলো।
ইশারা, না, খুঁজি না,
দিশেহারা, মন মানে না।
মন মাঝি, ধর বাজি,
কাঁদব না, অকারণে।।


অকারণ, আমারণ , খোঁজে বারণ
বাড়ছে ভীর, ব্যস্ত ভীর, কি কারন?
কি কারন? স্মৃতিচারণ ,
স্মৃতিচারণ কোন কারনে?


বিষ বিষন্ন, আষাঢ় শ্রাবণে।।
মন প্লাবনে।