আজ হোক আন্দোলন,
ফিরে তাকানো নিষেধ,
ফিরে যাওয়া বিবর্জন।


পূর্ব পরিচিত  বুঝি,?
তাইলে ঝিম মারেন,
লন, আনন্দ - লন   ।


অভ্যাসের অভিবাস, কাঁদুনী বাঁধণ,
এক পা, দু পা সময় সাধণ,  ।
কী?   অনেক হইছে?  ফালতু সাধারণ   ।


সাধের সাধ্য আমরণ,
যদি , কিন্তু, চেষ্টার বিবরণ,
কালের বেঁচে থাকা "আবরণ" । ।