এত ভালবাসি নিজেকে,
টিকে থাকার অভিনয়,
মুচকি হাসে, ।
শেষ পর্যন্ত, অজুহাতের স্বাধীনতা,,,
বড্ড ভালবাসি তোমাকে বলব না।
আমি শুধু ভালবাসি নিজেকে।
আমি নিজেই, নিজের সান্ত্বনা।


সময় ,আমার কেউ না,
প্রয়োজন, নিত্য সঙ্গী, নিত্য যন্ত্রণা, ।
আর স্বপ্ন, সেতো থাকেই,
কখনো অফুরন্ত, এভাবেই,
কখনো চুপচাপ একা, কাঁদে,
কেউ দেখে না।


ইচ্ছে পূরণের কম্পিটিশন,
দৈর্ঘ্য-প্রস্থ চিনি, চিনি উচ্চতা,
অসাধারণ সমীকরণ, কি অদ্ভুত যোগ্যতা।
ভাল আছি বলে বেরাই,
কই ভালোতো নেই, ।
বড্ড ভালবাসি নিজেকে,
তাই মিথ্যে প্রহসন -সান্ত্বনা।


আবারো দেখা হবে,
সময়, প্রয়োজন আর স্বপ্নের মাঝখানে, ।


এখনতো কাঁদি না, স্বপ্নও দেখিনা,
শুধু ভালবাসি নিজেকে,
লক্ষ্য পূরণের ইচ্ছেতে,
সিপাহী আচরণ, সিপাহী সান্ত্বনা।