টিক টিক ,টিক টিক,
কোন শব্দ হচ্ছে না ।
নিশব্দে বেঁচে থাকার মত ,
দম ফুরিয়ে যাওয়া ঘড়িটা বেঁচে আছে ।
স্মৃতির পাতা উল্টিয়ে  দেখছে ।
তার শৈশব ,কৈশোর ,যৌবন ,
বার্ধক্য ফুরিয়ে, বর্ধিত বিবরণ,
অভিনয় খুঁজতে অভিমান অনুকরণ।


হা হা বেঁচে থাকা কত সহজ,
সব হারিয়ে, দম ফুরিয়েও বেঁচে থাকা যায়।
আচ্ছা সময়ের কি প্রাণ আছে ?হয়তো আছে ।
পরগাছা স্বর্ণলতার মত আঁটকে থাকে ,
টিক টিক শব্দে , কারো ভেতরে কারো বাহিরে।
ভেতর বাহির বিভাজন।


যদি বলি সময় নিষ্প্রাণ ।
তাহলে গতি সূত্র ভুলে ,
সময় যাচ্ছে কোথায় ?কোন ঠিকানায় ?
TO LET লিখে ,কে আছে অপেক্ষায়?
কি অদ্ভুত সময় সাধন ,
কি অদ্ভুত অবিভাজন।


নিঃশেষে বিশেষ বিশেষন,
নষ্ট ঘড়ির টিক টিক,
টিক টিক শব্দ দুষণ।
সময় অন্বেষন।