সময় আপন, সময় যখন পর,
দুঃসময়ে আদর, চাদর গাঁয়ে জ্বর।


সময়। কে রে ,পরিচয় কি তাঁর,
অবৈধ, অবাধ্য, আসন্ন  আষাঢ়।


আমি তোকে চিনব বলিনি,
মানুষ বলি, মানস হয়ে নি, ।


তবে কেন পিছু টানে পিছুপাণে চাস্
শুনেছি, পিছুপাণে সময়ের সর্বনাশ।


ভাবনা ভাবের, নেট ওয়ার্ক খুঁজি
ভুলের মাসুল, উসুল বুঝি,
সেদিন তোরে ডাকব, চাইব বসবাস, ।


নির্বিকার, আবার,
সময় তুই কি শুনতে পাস্ ?


শান্ত বীণা, ক্লান্ত ঘৃণা
প্রশ্ন ,বাড়ি চল, ।
শেষের ভীরে, ফিরব কিরে,
সময় অবিচল  ।


আবেগ, বিবেক, তোর কি আসে যায়,?
সময় বলে, কাঁদছি আমি, কাঁদছি ঘড়ির কাঁটায়।