আলো আধারী ,আলো বিহারী
আলোরে খুঁজি ,
আলোরে কেউ চিননি।
আচানক হারাবার ভয়,
সামনে সন্ধ্যা অনাহারী  ,
সময়ের বাড়ী, সময়ের আহজারী,   ।


অবচয় রোধ, অপচয় ক্রোধ,
উচ্চ স্বরে বলতে মানা,
এটা সময়ের বাড়ি, "নির্বোধ " ।


অগণিত, গণিতজ্ঞ,
বিবেক বিভাগ, অবাক ভাগ্য,
হিসেবী পরিচয়, প্রেমের অযোগ্য,
ভন্ড ভক্তি, চুমু আসক্তি,
বলতে মানা, সময়ের শক্তি,
আমিতো অজ্ঞ,হতভাগ্য।


তবুও বলি ঠোঁট কাঁটা,
বলতে মানা, শুনবো না,
জানি সময়ের বাড়ি,
সময়ের আনাগোনা।


এক জীবনে বন্দি সময় ,
আলো আধারী বয়স পেরোয়,
আলোর খোঁজেই বলছি,
চোখ বুজলেই বুজবি।


#১২ই জৈষ্ঠ্য ১৪২৫।