আমি বিশ্বাস করি অবিশ্বাসে
আমার সাধ্য  এইটুকুই ,
আমি নিঃশ্বাস ফেলি একনিশ্বে
সর্ব শান্তে ভ্রান্ত হই।

চন্দ্র বিন্দুর রোদ পোহানী
খিট খিটে ভাব কৃষ্ণ কাননী,
চলার পথে চলতে হবে,
কত কিছু ভাবছি এখনি  ।


আশ্রিত তবু নাগরিকত্ব চাই,
ক্লান্ত তবু , শান্ত হতে নাই,
মিনিটের শেষ দেখবই, ।


শুকরিয়া বলে, শোকর গুনব
শোকের সুখ টাকায় কিনব,
মুচকি হাসির কাব্য,
মানুষ কি, মনুষ্য কবে চিনব?


আরেকটু বলি, আরেকটুতো জানবই
পুকুর জোয়াড় একদিনতো দেখবই ।