গল্পটা যেখান থেকেই শুরু হোক ,
শেষটা আসে ,আসবেই ।
অদ্ভুত গল্প আছে অনেক ,
শুনতে চায় সবাই,
নিজের দিকে তাকিয়ে অভিভূত হই।
আমিতো কোন গল্প নই ।
ভালো থাকার মলাটে খুঁজি ফিরি
আমার মণ্ডা মিঠাই কই?


হঠাৎ করেই ,
একটা নতুন গল্পের শুরু ।
তারপর ,
আরেকটা নতুন সমাপ্তি আসে।
হাত তালি আর হাত তালি ,
দে তালি , প্রাপ্তি ভালবাসে।
হা হা নতুনত্বের কত আয়োজন,
তাহলে শেষের কি প্রয়োজন?
গল্প কথা তো আসবেই ।
মাঝখানে কি এই আমি আছি ?
তাহলে এখানে ,
আমার আমিত্ব কই?


পকেট ভর্তি আমারও একটা গল্প আছে ,
শুরু শেষের মাঝে এইতো চলছে।
লাইট ,ক্যামেরা, এ্যাকশন।
অন্ধকার ছাপিয়ে, দু আঙুলের ফাঁকে,
জ্বলন্ত আলো-বিন্দুর, নতুন একটা ক্যাপশন।
ভোর হতে আর কত দেরি?
বেলা ভোর থাকে কই?


আমি আমার কথা বলতে চাই,
কথা তো বলি একা একাই।
আমার গল্পের শুরু টা আমি জানিনা ,
শেষ টা কোথায় তাও দেখিনা।
বাঁচার বাঁকে গল্প শুনি ,গল্প বলি ,
গল্প কথার কথা পুলি।
একদিন ,আমার কথা আমি বলবই।


বলতে বলতে কত কথার কথোপকথন
আধুনিক ছোঁয়ায় আধুর অধঃপতন।
গাঁ ভেসে খুব আবেশে ,
আমার ছোট্ট বেলার , রঙ তুলি টা কই?
ঐতো ওখানে  , আমি থাকি যেখানে,
এখনো  বে-নু-আ-স-হ-ক-লা  আঁকছে,
ক্ষত বিক্ষত বুকের বাপাশে।
এই কি শুরু হল মাত্র?
শেষটাতো ফুরাবেই সমাপ্ত।


আচ্ছা এটা গল্প না কবিতা ?
এটা গল্প , না না এটা কবিতা ।
শুরু সমাপ্ত।