আমার গাড়ি আছে ,
যদিও বাপের গাড়ি,
ডিসেম্বরে হবে আরেকটা,
আমরা জ্যামের বাসায় ডিম পারি।
আমরা থারটি ফাস্ট পুঁজারী।


আঙুলের ডগায় আছে, কালো কোকিল,
আর ঘুসখোর সরকারী।
নীতিবান হবে শ্বশুর আমার,
আমি কেন ধারধারী।।


তোরা, যারা ,ওরা ,তারা,
৩০ দিনের আমি,
ময়না, টিয়া, হনুমান,
হা হা হা  
মিথ্যে সুখের সুখপাখী। ........


এখন অজুহাতের সাথে চা খাব,
টা টাও চলতে পারে,
আমার শান্তিনিবাসের কেয়ারটেকার থাকে,
অজুহাতের সংসারে।


          এমনি ভাবে চলবে জীবন,
          ভোর হোক শিশির বিহীন।
          ওর তার ভুল আছে ,
          আমি ছন্নছাড়া। ..........


ওটাও আমি, সেটাও আমি,
আর এটাও আমি।।।।
একবার ভেবে দেখব কী,
কার আছে সবচেয়ে বেশি ভুল,
কার বোকামি।।।