তুমি আমি নিশাচর, চল মাতি খেলাতে,
তাস আর মদ হোক এই রাতি বেলাতে।
নাহ! নাহ! তাস বাদ, তাস-মদে রুচি নাই!
পিশাচের বস আমি, গোশতের স্বাদ চাই।
একদলা মাংস খুজে তোরা আনতো,
কাটা হলে চলবে না, হতে হবে জ্যানতো।
স্থির যেন না হয়, দুই পায় চলা চাই,
ক্ষণে ক্ষণে শ্বাস ছেড়ে বাঁচাওটা বলা চাই।
ভাল হয় অবলা, মুঠোতেই দমে যায়,
দেখে যেন জল আসে পিশাচ এই জিবটায়।
ধরে এনে, ছুড়ে ফেল, ভাই-ভাই খুটে খাই।
খাওয়া শেষে হাড়গুলো লুকোনাটা জানা চাই।
তাস-মদ কাল থেকে বাদ রাতি বেলাতে,
তুমি আমি নিশাচর, চল মাতি খেলাতে।