মনের সদাই করো!
পোড়া মন, ছেড়া মন,
কোথাও ধরেছে ঘুন।
কোথাও বিষের জ্বালা,
ফরোসা কিংবা কালা।
আরো চাই? আধ-মরা,
তামাকের ধোঁয়া ভরা,
হতাশায় স্তম্ভিত
কিংবা মুখোশ পড়া?
টাকার বোঝায় চাপা,
চকচকে ভেতরে ফাঁপা,
দেখতে অনেক খাসা
জিলেপির প্যাঁচে ঠাসা,
লালসায় ধরাশায়ী,
রাক্ষুসে, চারপায়ী,
এমন হাজারো আছে
ফেরিওয়ালার কাছে।
ফেরিওয়ালা দিন জুড়ে,
মনের বাজারে ঘুরে,
করছে ক্রেতার খোঁজ।
এই করে হর-রোজ।