আমি সেই আকাশটা ভালবাসি
যে আকাশের মন ভাল নেই,
যে আকাশের বুকে জমা কষ্টগুলো যখন-তখন স্পষ্ট হয়ে দৃষ্টি লুটে,
লুকিয়ে থাকা কান্নাগুলো হঠাৎ করেই ফুঁপিয়ে উঠে,
মাতাল হাওয়ায় দুঃখগুলো ভাসিয়ে দিয়ে মুক্তি খোঁজে।
বিশাল বুকে কান্নাগুলো লুকিয়ে রাখার ব্যর্থ রোজে
হঠাৎ করেই সোনামাখা-মুখখানি হয় আধার-কালো,
শান্তি ভুলে স্লোগান ধরে, "আগুন জ্বালো, আগুন জ্বালো।"
অগ্নিচোখের দৃষ্টি ছুড়ে সৃষ্টি সকল শাসিয়ে বেড়ায়,
যে আকাশের আনন্দটা তোমার আমার ঘরে ফেরায়।
অভিমানের পাঠ ফুরোলে বৃষ্টি নামের নীল সে খামে,
'মন ভাল নেই' পত্র পাঠায় প্রিয় আকাশ আমার নামে।