মরে গেলে যেন এখনি যাই!
দেড়ি হলে যদি পূর্ণতার স্বাদটা হারাই!
একটু আগে,
হেটে এসেছি তার গা ঘেষে।
তার অজান্তে, অচেনা বেশে,
পাশে দাড়িয়ে তার আঁচলটা ছুয়ে এসেছি;
সেই আঁচলে মনটাকে বেঁধে-
সে মনে প্রেম কিছু রুয়ে এসেছি।
দূর থেকে, মন ভরে তাকে ভালবেসে এসেছি।
তাই, যদি হারাই, এখনি যেন হারাই;
হৃদয়ের দামে যেন বিরহ না পাই!