কালো মেয়েটাও হাসতে জানে,
চাঁদের পানে
তাকিয়ে থেকে গাইতে জানে;
রাঁধতে জানে রান্না যতো,
বাঁধতে জানে চুলগুলোকে প্রিয় জনের মনের মতো।
তাঁর মনেও
মেঘ জমে, বাতাস বয়, বৃষ্টি ঝড়ে।
সেও কাঁদে, অভিমানে,
লুকিয়ে থাকা প্রিয়ের তরে।


কালো মেয়েটা লিখতে জানে,
মনের সকল অনুভূতি-
গোপন প্রেম, গোপন ব্যথা,
ছন্দ জড়া দ্বন্দ্ব শোলক,
প্রেমে পরার গল্প কথা।


কালো মেয়েটা ভালবাসতে জানে,
মনের মায়ায় কাছে টানে।
সম্পর্কের ষোল কলা, প্রেমের মানে,
সে ও জানে, সে ও জানে।।