রাতবিরাতে খুঁজবো কোথা? দিনের আলোয় পাইনি খুঁজে।
বন্ধু আমার হৃদয়টারে আমার চেয়ে বেশি বোঝে।
এই দেখনা হঠাৎ করে খুঁজে পেলাম এমন জনা,
তারে পেয়ে চোখের কোণে জমে বিন্দু জল কণা।
অবাক হয়ে দেখছি চেয়ে দুচোখ ভরা স্বপ্ন যে তার,
হৃদয় ভরা দুঃখ আমার মুহূর্তেই মানলো যে হার।
হাতের উপর হাতটি রেখে, বন্ধু এসে আমার কাছে
মৃদু স্বরে বললো হেসে, “তোমায় কিছু দেবার আছে।
আমি যখন রইবো দূরে তখন তুমি খুলে দেখ,
স্বপ্ন আমার তোমায় দিলাম, বন্ধু আমায় মনে রেখ ।
কি দিয়েছি দেখতে কি চাও? তোমার ঘরের প্রদীপ জ্বালো।”
হৃদয় ভাঙার আগেই আমার, ঘুম ভাঙালো ভোরের আলো।
চেয়ে দেখি ব্ন্ধু তো নেই, হাতড়ে হাতড়ে খুঁজি যতই
পেলাম শুধু আমায় আমি, একলা একা আগের মতই।
হঠাৎ দেখি একটা কিছু পড়ে আছে হাতের কাছে
একটা ছেড়া শূন্য পাতা, তার কি কোন মানে আছে?
ঘটনা টা বুঝতে পেলাম, তবে ভাবতে হল অল্প
রাতের সাথে ফুড়িয়ে যায় রূপকথারই গল্প।