এখন যৌবন যার দুর্নীতি করার তার শ্রেষ্ঠ সময়।
এখন যৌবন যার অবৈধ সম্পদ গড়ার তার শ্রেষ্ঠ সময়।


আমাদের হাত
আমাদের পা
আমাদের চোখ
আমাদের অস্তিত্ব আজ
নীতি প্রীতি স্মৃতি  মুক্ত।
  
পাশবিকতা প্রবল
লক্ষে  অবিচল ।


জেতাটাই বড়ও কথা
এটাই শ্রেষ্ঠ নীতি।


বাবা তাই ব্যাপক উৎসাহে
সন্তানের হাতে তুলে দেয়
ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র।


এ প্লাসের বন্যায় ভেসে যায় অন্যায়।


বিশ্ববিদ্যালয়ে মেয়েটি
শরীরের কারুকাজ
উষ্ণতার ভাঁজ
বেচে দিয়ে জিতে নেয় এ প্লাস।


চাকরীর প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়।
আঁধার ঘনায়।
অন্ধকারের সিদ্ধহস্তরা জিতে যায়।


চাই গদি আটা চেয়ার টেবিল
এসির বাতাস
ফাইল আর ঠিকঠাক নোটের বাণ্ডিল।


কন্যার পিতাদের খোঁজ্‌
পাত্রের উপড়ি আয়ের খবর।
যার বেশি যতো
সে সুপাত্র ততো।


উপরি আয়ের পরে বেচেঁ থাকে
প্রেমিকার হাসি
স্ত্রীর ভালোবাসাবাসি।


তাই সচেতন হোন এখনো
মোক্ষম সময় কিন্তু আজ বয়ে যায়।


এখন যৌবন যার দুর্নীতি করার তার শ্রেষ্ঠ সময়।
এখন যৌবন যার অবৈধ সম্পদ গড়ার তার শ্রেষ্ঠ সময়।


(বিঃদ্র: কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতা,' নিষিদ্ধ সম্পাদকীয়'র অনুকরণে এটি লেখা।)