আমার হৃদয়ের ধ্বনি তালে।  
প্রবাহিত নীল সমুদ্র,  
বাতাসের কোমল স্পর্শ,  
উজ্জ্বল সূর্যের রশ্মি,  
অথবা মৃদু ঢেউয়ের ছন্দে।

স্বপ্নেরা ভাসে,  
রঙধনু মতো শান্তি,  
আমি দৌড়াই,  
সজীব মুহূর্তে,  
চোখের পাতায় খুশির আকাশ।  

  
অতঃপর ফরজ গোসল সাধনা,  
নিস্তব্ধতার মধ্যে,  
আত্মা ও শরীরের মিলন,  
স্বচ্ছ জলে ধোয়া অন্তর,  

বিকশিত আচ্ছন্নতায়,  
বিশ্বাসের প্রবাহ,  
যেথায় উল্লাস সুর,  
যেখানে প্রত্যেক ঢেউ,  
নতুন দিনের সূচনা করে।  

বিনয়ী জল
সুকৌশলে প্রবাহিত,  
আমার চেতনাকে তুলে নেয়,  
পরিশুদ্ধির প্রতিশ্রুতি,  
এ এক নতুন যাত্রা।