জলের ধাক্কা সরে গেলে
জলছবি খেলা করে
আমার আঙিনা জুড়ে।
তখন উল্টে দিতে ইচ্ছে করে
বহমান শ্রোতের মুখ
ডুব সাঁতারে ছুঁতে ইচ্ছে করে
বড় আদরের আপোষী  দুঃখ্ ।
তখন  ভরসা পড়ে থাকে পাঁকে,
ছত্রাক গুলো জায়গা রাখে
নোনা দেয়ালের বাঁকে ।
ফসিল হয়ে যাওয়া  লুকোনো কান্না গুলো
ফুলে-ফেঁপে উঠেও নীরব থাকে
অবুঝ শোকে ।