বর্ষাকালে ভাল্লাগেনা
জল থই থই উঠোন গুলো
এক নাগাড়ে ভিজতে থাকে
দুখিনীর ঐ চাল ও চুলো ।।


জলে ভাসে পথ ঘাট আর
জমিন, পুকুর, নদী , ডোবা
কিচিরমিচির ভুলে তখন
ভেজা শালিক হয় যে বোবা ।।


মাছ গুলো সব ভেসে এসে
ডাঙার পাড়ে নৃত্য করে
মেঘলা আকাশ বেয়ে বেয়ে
টুপ টুপ টুপ জল যে ঝরে ।


সেই জলের এক চিকন ধারা
চাষীর চোখেও দেয় যে উঁকি
ডোবে বুঝি পাকা ফসল
বর্ষা আনে বিরাট ঝুঁকি !!


জলের ফোঁটায় নেতিয়ে পড়ে
দুঃখী জনের চোখের পাতা
জলের তোড়ে যখন ভাসে
দু'মুঠো ভাত -- মাথার ছাতা ।।