চোখ থেকে টুক করে নেমে
অজানায় হারিয়ে গেল যে ঘুম,
আর ফিরে এলো না।
আদর সোহাগ বা শান্তির প্রলোভনেও
ঘরমুখো হয়নি সে।
খোলা চোখের বৃত্তে এখন সমুদ্র দাপায়
চলে ঢেউয়ের মাতামাতি,
ক্লান্ত চোখের পাতা বুজে এলেই
কাটাছেঁড়া চলে ভেতরের ঘরে,
পাড় ভেঙ্গে গড়িয়ে পড়ে অলুক্ষুনে নোনতা ।
দীর্ঘশ্বাস আর আপোষ করে না
প্রেমের আখ্যান মাথা নিচু করে,
মাটির দাওয়া থেকে পা নামিয়ে
চেতনা পুড়তে থাকে জ্বরে।।